Jetpack
Home
Login
Signup
Forum
RaihanHello Friends Welcome
Home » movie review » (২) আমার দেখা হলিউডে সেরা ১০ রোমান্টিক সিনেমা
Name : Walker
2019ago
633 Views
(পর্ব ২) মুভি প্রেমকরা অবশ্যই দেখবেন,,,অনেক কষ্ট করে মুভির রিভিউ লিখলাম সবাই পডবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো,, বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউড। এখানকার ছবি মানেই অ্যাকশন বা থ্রিলার নয়। নয় শুধু হরর মুভির পসরাও। অনেক রোমান্টিক ছবির কালেকশনও রয়েছে হলিউডে। সেসব ছবি যুগে যুগে ভালোবাসার বার্তা দিয়ে জনপ্রিয়তা পেয়েছে। তাদের ভিড়ে চলচ্চিত্রের সবচেয়ে নির্ভরযোগ্য সাইট দ্য ইন্টারনেট মুভি ডাটাবেজ (আইএমডিবি) সেরা ১০ ছবির তালিকা করেছে। ১। ইটস এ ওয়ান্ডারফুল লাইফ(It is a wonderful life) ১৯৪৬ সালে মুক্তি পেয়েছিল ‘ইটস এ ওয়ান্ডারফুল লাইফ’ছবিটি। এই ছবিতে একজন ব্যবসায়ীকে একটি পরী নানাভাবে পরামর্শ দিয়ে তাকে বিষন্ন জীবন থেকে উত্তরণের পথ দেখায়। ১০-এর মধ্যে ছবিটির রেটিং- ৮.৭। ২। ক্যাসাব্ল্যাঙ্কা(kasablaska) ১৯৪২ সালে মুক্তি পাওয়া ‘ক্যাসাব্ল্যাঙ্কা’ ছবির কাহিনি গড়ে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর প্রেক্ষাপটে। ছবিটি পরিচালনা করেছেন মাইকেল কার্টিজ। ছবিতে অভিনয় করেছেন হামফেরি বোগার্ট, ইনগ্রিড বার্গম্যান ও পল হেনরিড। ১০-এর মধ্যে এই ছবির রেটিংও ৮.৭। ৩। রোমান হলিডে(Roman holiday) অভিভাবকদের ফাঁকি দিয়ে ঘর পালানো এক রাজকুমারীর সঙ্গ রোমে আসা এক আমেরিকান নিউজম্যানের প্রেমকাহিনি নিয়ে ‘রোমান হলিডে’ নির্মিত হয়েছে। ১৯৫৩ সালের এ ছবিটি পরিচালনা করেছেন উইলিয়াম হুইলার। ছবিতে অভিনয় করেছেন জর্জ পিক ও অদ্রি হেপবার্ন। রেটিং ১—এর মধ্যে ৮.১। ৪। লাইফ ইজ বিউটিফুল(life is Beautiful) ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘লাইফ ইজ বিউটিফুল’ ছবিটি দর্শকদের কাছে অন্যতম সেরা ছবি। পরিচালনা করেছেন রবার্ট বেনিগ। ছবিতে অভিনয় করেছেন রবার্ট বেনিগ ও নিকোলেট ব্রাশি। রেটিং ১০-এ ৭.৮। ৫। গন উইথ দ্য উইন্ড(gone with the wind) ১৯৩৯ সালে মুক্তি পাওয়া ভিক্টর ফ্লেমিং পরিচালিত ছবি ‘গন উইথ দ্য উইন্ড’। ছবিতে অভিনয় করেছেন ক্লার্ক গ্যাবেল ও থমাস মিশেল। এর রেটিং ১০-এ ৮.২। ৬। হলিডে(Holiday জর্জ কুকার পরিচালিত ১৯৩৮ সালের ছবি ‘হলিডে’। ছবিতে অভিনয় করেছেন ক্যাথেরিন হেপবার্ন, ক্যারি গ্রান্ট ও ডোরিস নোলান। এই ছবির রেটিং ১০-এ ৭.৮। ৭। রিটি উইম্যান(Riti wiman) ১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘প্রিটি উইম্যান’ ছবির কাহিনি গড়ে উঠেছে একজন যৌনকর্মীকে কেন্দ্র করে। ছবিতে অনবদ্য অভিনয় করেছেন রিচার্ড গেয়ার, জুলিয়া রবার্টস ও জেসন আলেকজান্ডার। এর রেটিং ১০-এ ৭.৮। ৮। রোমিও অ্যান্ড জুলিয়েট(Romio and juliet) উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ১৯৬৮ সালে মুক্তি পায় ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন ফ্রাঙ্কো জেফ্রিলি। ছবিতে রোমিও ও জুলিয়েটের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে লিওনার্দো হুইটনিং ও অলিভিয়া হাসি। এই ছবির রেটিং ১০-এ ৭.৭। ৯। লাভ অ্যাফেয়ার(Love affair) ১৯৩৯ সালে মুক্তি পাওয়া ছবি ‘লাভ অ্যাফেয়ার’। ফ্রেঞ্চ প্লেবয়ের সঙ্গে আমেরিকান এক মেয়ের প্রেম নিয়ে ছবিটির কাহিনি এগিয়েছে। এর রেটিং ১০-এ ৭.২। ১০। হোয়াইল ইউ ওয়ার স্লিপিং(while you war sleeping) ১৯৯৫ সালে মুক্তি পায় ‘হোয়াইল ইউ ওয়ার স্লিপিং’। ছবিতে অনবদ্য অভিনয় করেছেন সান্দ্রা বুলক, বিল পুলম্যান ও পিটার পয়েল। এই ছবির রেটিং ১০-এ ৬.৫। তবে অদ্ভুতভাবে সেরা ১০ রোমান্টিক ছবির তালিকায় জায়গা করে নিতে পারেনি লিওনান্দ্রো ডিক্যাপ্রিও এবং কেট উইন্সলেট অভিনীত ‘টাইটানিক’। জেমস ক্যামেরনের এই ছবি অন্যতম সুপারহিট ও আলোচিত সিনেমা হলেও সেটি আইএমডিবির বিচারে নেই। অনেক কষ্ট করে লিখলাম,,,, সবাই কমেন্ট করবেন প্লিস,,,, আমি আসলেই অনেক মুভি ভক্ত,যাদের রোমান্টিক মুভি পছন্দ অবশ্যই দেখবেন #Helpbd এর সাথে থাকোন৷ সামনে আরো ধারুন ধারুন মুভি নিয়ে হাজির হবো,,,,,,,ইনশাআল্লাহ
fb
Share Now
Direct Tune Link
Tune Comment
no comment
New Comment
Name:
Comment:

Smilies List
Related Tune
Main Menu